হাবিবুর রহমান জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
গত ১০/০১/২০২৪ খ্রি. ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ২৯ (উনত্রিশ) পিচ ইয়াবা ট্যবলেট ও ১০০(একশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ মোট ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। রুহিয়া থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ০১ নং রুহিয়া পূর্ব ইউনিয়নের অন্তর্গত ঘনিমহেষপুর গ্রামস্থ সততা লাইব্রেরীর সামনে রুহিয়া টু রামনাথগামী পাকা রাস্তার উপর থেকে ১০০ (একশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ আরিফ হোসেন (২৫), পিতা- মোহাম্মদ কাজী, স্থায়ী: গ্রাম- ঘনি মহেষপুর (গুয়াপাড়া), থানা- রুহিয়া, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয় একই দিনে রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ০৭নং রাতোর ইউনিয়নের শখের টাউট বাজারের পাকা রাস্তার উপর থেকে সন্দেহ ভাজন ২ জন ব্যক্তির দেহ তল্লাশী করে নেশা জাতীয় মাদকদ্রব্য ২৯(উনত্রিশ) পিস ইয়াবা ট্যবলেট উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম-১। ইব্রাহিম নিমাই (৪০), পিতা- মোঃ আলীমউদ্দিন এবং ২। মোঃ ইকবাল হোসেন(৪৮), পিতা- মৃত শামসুল হক, উভয় সাং- ভবানন্দপুর নেকমরদ, থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া আদালতে প্রেরন করা হয়।