শামীম তালুকদার, নেত্রকোণা
নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দার সাবেক নবম জাতীয় সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা আওয়ামীলীগ এর অন্যতম উপদেষ্টা মোশতাক আহমেদ রুহীর নির্দেশে ১৩ নভেম্বর দুর্গাপুর উপজেলা সদরে বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি দুর্গাপুর শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয় এবং অবস্থান নেয়। এই অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য খায়রুল ইসলাম, দুর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,দুর্গাপুর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দুর্গাপুর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক আলাল খাঁন আলাল, কলমাকান্দা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, দুর্গাপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ,দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ ফজলুল হক, দূর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জামিলুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েল,কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহারিয়া হোসেন মনির, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দুর্গাপুর উপজেলা যুবলীগ নেতা আরিফুর রহমানআরিফ, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক মঈন ইবনে সাইদ সৌরভ, মোহাম্মদপুর থানা সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিটু,কলমাকান্দা উপজেলা নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমন পারভেজ, দূর্গাপুর উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ সহ আরও অনেকে।
এসময় নেতৃবৃন্দগণ বিএনপি-জামাত সরকার আমলে দুর্গাপুর-কলমাকন্দায় আওয়ামী নেতা-কর্মীদের উপর বিভিন্ন অত্যাচার-নির্যাতনের ইতিহাস ও বর্তমান আগুন সন্ত্রাস ও নীরিহ মানুষের জানমালের ক্ষতির চিত্র তুলে ধরে বলেন, ‘বিএনপি-জামাত জোট বর্তমান সরকারের উন্নয়নের রাজনীতিতে বিঘ্ন সৃষ্টি করছে এবং তারা সাংবিধানিক সংকট সৃষ্টি করতে জ্বালাও-পুড়াও নীতির পথ ধরে এগুচ্ছে। এসব নৈরাজ্য রুখতে দুর্গাপুর-কলমাকান্দায় মোশতাক আহমেদ রুহীর নেতৃত্বে, শেখ হাসিনার সৈনিকেরা প্রস্তুত রয়েছে। অামরা যে কোন মূল্যে তাদের জ্বালাও পুড়াও রুখতে প্রস্তুত, এর জন্য আমরা সর্ব্বোচ্চ ত্যাগ স্বীকার করতে বদ্ধপরিকর।’