শামীম তালুকদার, নেত্রকোণা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশতাক আহমেদ রুহী’র নির্বাচন উপলক্ষ্যে তৃণমূল আওয়ামী লীগের এক মত বিনিময় সভা হয়েছে । শনিবার দুপুরে পৌর শহরের তেরীবাজারে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে এ মত বিনিময় সভা হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর মেয়র আব্দুস ছালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মোস্তফা জামান লিটন,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ. ম. জয়নাল আবেদীন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, রেজাউল হাফিজ রেশিম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক পৌর মেয়র কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি স্বপন স্যানাল, এমদাদুল হক খান, এডভোকেট মুজিবুর রহমান, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন,আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোশতাক আহমেদ রুহীর বিজয় সুনিশ্চিত করতে হবে।