ঠাকুরগাঁও জেলাপ্রতিনিধিঃ হাবিবুর রহমান জীবন
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের দোকানে বিক্রি হচ্ছে টিসিবির সয়াবিন তৈল । ঠাকুরগাঁও। জেলার শহরের বাইরের বিভিন্ন হাট-বাজারের দোকানে বিক্রি হচ্ছে টিসিবির সয়াবিন তৈল। কষ্ট করে লাইনে না দাঁড়িয়ে দোকানে গেলেই পাওয়া যাচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্যে বরাদ্দ করা এই সরকারি পণ্য। তবে তা বিক্রি হচ্ছে খোলাবাজারের দরে। খবর পেয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটের একটি দোকানে গেলে দেখা যায়, ঐ দোকানের রেকে শোভা পাচ্ছে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা টিসিবির বেশ কিছু বসুন্ধরা সয়াবিন তৈল। কিনতে চাইলে দেওয়ার আগেই ২ লিটার তৈলের জন্যে দোকানি দাম হাঁকালেন ৩৪০ টাকা। যদিও বোতলের গায়ে কোনো মূল্য লেখা ছিলো না। বোতলের একপাশের স্টিকার ছেড়া। দোকানের পিছনদিকে থাকা খোলা গোডাউনে পাওয়া গেলো টিসিবির মনোগ্রাম সহ আরও এক বক্স সয়াবিন তৈল। দোকানে রাখা সয়াবিন তৈলগুলো টিসিবির পণ্য হওয়ার বিষয়টি স্বীকার করে দোকানদার আকরাম বলন, দোকানের ছেলেরা লাইনে দাঁড়িয়ে একটি একটি করে কিনেছিলো। বাসায় খাবার জন্যে রেখেছি। ছেলেটি ভুল করে ক্রেতার কাছে বিক্রি করতে চেয়েছিলো। তবে দোকানে পাওয়া টিসিবির বক্সের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক পাশের এক দোকানদার বলেন, বাজারের প্রায় প্রতিটি দোকানে এ রকম টিসিবির তৈল, ডাল ও চিনি পাওয়া যাবে। সবাই প্রায় খোলামেলা ভাবেই এগুলো বিক্রি করছে। কিন্তু প্রশাসনকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখছি না।
আকরামের মোদি দোকানে টিসিবির পণ্যের ফুটেজ নেবার সময় বাজারের ক্রেতাসাধারণের ভিড় জমে যায়। অনেকেই দোকানিকে অসাধু আখ্যা দিয়ে দোকান বয়কটের ঘোষণা দিতে থাকে। এই ঘটনা চলাকালীন সময়ে অন্যান্য অনেক মুদি দোকান বন্ধ করে দেওয়ার দৃশ্য চোখে পড়ে। উপস্থিত এক ক্রেতা জানান, এই দোকান থেকে এর আগে আমি এমনি একটি তৈলের বোতল কিনে নিয়ে গেছি। আমি না জেনে এটা কিনেছিলাম। এই অসাধু ব্যবসায়ী ও তাদেরকে সহযোগিতা যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে সেই এলাকার টিসিবির ডিলার শিমুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, সেই দোকানে পাওয়া টিসিবির তৈল কোথা থেকে এসেছে আমার জানা নেই। আমি কোনো দোকানির কাছে কখনোই বিক্রি করিনি। ঠাকুরগাঁও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী জানান, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। দুরের বাজারগুলোতে একটু কম যাওয়া হচ্ছে। তবে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।