নওগাঁর সাপাহারে ইকুইটেবল এ্যাক্সেস এন্ড রেজিলিয়েন্ট লাইফ ফর দি মার্জিনালাইজড কমিউনিটিস ইন বাংলাদেশ (ইএআরএল) এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে হেকস/ইপার’র সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগ ও বাস্তবায়নে প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী তোফাজ্জল হোসেন, উপজেলা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় উপজেলা পর্যায়ের সরকারী বিভিন্ন দপ্তরের অফিসারগণ, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।