মোঃ মঈনুল ইসলাম মিন্টু স্টাফ রিপোর্টার। নড়াইল দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং কুড়ি হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার 5 এপ্রিল সকাল সাড়ে 10 টায় জেলা ও জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। দন্ড প্রাপ্তরা হল নড়াইল সদর থানার বা ডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারের ছেলে মিলন পোদ্দার (35)এরং একই থানার পাইকমারী গ্রামের মৃত কাজী বারব আলীর ছেলে কাজী বদিয়ার রহমান (35) রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মিলন পোদ্দার ঈগল পরিবহনের ড্রাইভার ও কাজী বদিয়ার রহমান একই পরিবহনের সুপারভাইজার ছিলেন। মামলার বিবরণে জানা যায় 2013সালের 19মার্চ মাসের রাতে লোহাগাড়ার কালনা ফেরিঘাট এ যান বাহন তল্লাশি কালে নড়াইল থেকে ঢাকা গামী ঈগল পরিবহনের চেয়ার কোচ এর ড্রাইভার এর সিটের নিচে থেকে 10বোতল ও গাড়ির হাওয়া টাংকির উপর বিশেষভাবে রাখা 118 বোতল মোট 129 বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় কঠোর মামলা দায়ের হয়। পুলিশ তদন্ত শেষে দুই মাদক কারবারি বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন 6 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।