বেনাপোল কাগজপুকুর বাজারের নাইট গার্ড ইছাহকের মৃত্যুতে বাজারসহ গ্রামবাসীর শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার ২০ জানুয়ারি আনুমানিক বেলা বারোটার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫বছর। তিনি বাহাদুরপুর ইউনিয়নের বূসতলা গ্রামের মৃত্য ইলাই বক্স সদ্দার এর দ্বিতীয় ছেলে।
কাগজপুকুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ বলেন, আমাদের এক বিস্বস্ত নাইট গার্ড ছিলেন ইছাহক ভাই , প্রায় এক যুগ তিনি সততার সাথে নাইটগার্ডের কাজ করেছেন। আমরা তার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে বাজারে মাইকিং করে দিয়েছি প্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকান বন্ধ থাকবে জানাজার নামাজ পর্যন্ত ।
কাগজপুকুর বাজারের নাইট নজরুল ইসলাম বলেন, আমারা দীর্ঘদিন এক সাথে কাজ করেছে সে একজন ভালো মনের মানুষ ছিলেন। আমরা একজন সহকর্মীকে হারালাম।
কাগজপুকুর বাজারে দীর্ঘদিন যাবত সততার সাথে নাইট গার্ডের কাজ করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে তিন মেয়ে দুই ভাই ও বোনসহ আত্মীয় অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
তিনার পরিবার থেকে জানাই আসরের পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, জানাজা শেষে গন কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন।