ঢাকাস্থ প্রকৌশলী শাহ আলম টুটুলের সহযোগিতায় শেরপুরের নালিতাবাড়ীতে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া (আনন্দ) বাজারে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
নয়াবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খুরশেদ আলম এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিআরডিবি ‘র চেয়ারম্যান এম.এ রায়হান।
বিএনপির নয়াবিল ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহিন আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন স্থানীয় মসজিদের ইমাম মৌলভী জয়নাল আবেদীন, স্থানীয় বিএনপি নেতা রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।
কম্বল উপহার পেয়ে আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।