মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩, (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম এর
তেতুলতলা বাজারে নৌকা মার্কার প্রচারণা কেন্দ্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বৈদ্যুতিক আলোকসজ্জা করার অপরাধে নৌকা প্রতীকের পক্ষে রফিকুল ইসলামকে ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় উপজেলার তেতুলতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আশরাফুল কবীর।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের দেয়া আচরণ বিধি অনুসরণ না করে নৌকা প্রতীকের প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম এর তেতুলতলা বাজারে নৌকা মার্কার প্রচারণা কেন্দ্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বৈদ্যুতিক আলোকসজ্জা করে।
উক্ত প্রচারণা কেন্দ্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীর পক্ষে রফিকুল ইসলামকে ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। দন্ডিত রফিকুল ইসলাম তেতুলতলা এলাকার
আব্দুল লতিফের ছেলে।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আশরাফুল কবীর জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।