ফুলপুরের ইমাদপুর নাহিন ব্রিকস সংলগ্ন সড়ক দূর্ঘটনা নিহত ১
ফুলপুর উপজেলা প্রতিনিধি
জুয়েল রান
ময়মনসিংহে ফুলপুর হাইওয়ে রোডে প্রতিদিনেই হচ্ছে দূর ঘটনা,এ যেন মরন ফাদে পরিনত ফুলপুরের হাইওয়ে রোডে।
ময়মনসিংহের ফুলপুরে আজ ১১ মে বুধবার দুপুরে ইমাদপুর নাহিদ ব্রিকস সংলগ্ন স্থানে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস, ঢাকাগামী আরেকটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি খোলা ট্রাক ( ধানকাটার মেশিন বহনকারী) কে সাইড দিতে গিয়ে রাস্তার পার্শ্বে পুকুরে পড়ে যায়। এবং ঘটনা স্থানে একজনকে মৃত উদ্ধার করা হয়েছে,মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এখনো।গাড়িতে যাত্রী কম থাকার করণে মৃত্যুর সংখ্যা ১।এবং ছোট ছোট শিশু বাচ্চা সহ অনেকেই আহত হয়েছে ।পরে ফুলপুর থানার টিম খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছে যায়। এবং
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার কাজ চলছে। এ পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কারী যাত্রীদের মধ্যে কেউ তেমন কোনো গুরুতর আহত হয়নি বলে জানান ওসি আব্দুলা আল মামুন । উদ্ধার কাজে সহায়তা করার জন্য ময়মনসিংহ হতে রেকার দ্রুত চলে আসবে । চলাচল স্বাভাবিক আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।