জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগীতায় ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ^ ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিবসটি উপলক্ষে ভোক্তার অধিকার সংরক্ষণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ¦ কামরুজ্জামান কামরু। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোছাঃ রুম্মান আখতার,সমাজ সেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল,উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া, উপজেলা সেনেটারী পরিদর্শক জগদিস মহন্ত,ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন-উর-রশীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।