বগুড়া ধুনটে বিএনপি নেতা কর্তৃক হিন্দু সম্প্রদায়ের বসত বাড়িতে হামলা ও মারপিট,জোর পূর্বক জমি দখলের চেষ্টা।
বগুড়া জেলা প্রতিনিধিঃ
তানিম হাসা।
বগুড়ার ধুনটের এলাঙ্গী ইউনিয়নের ঘোষ পাড়া এলাকার শ্রী মৃত্যুঞ্জয় কুমার এর বসত বাড়িতে হামলা ও মারপিট সহ জোর পূর্বক জমি দখল করার অভিযোগ উঠেছে একই এলাকার এলাঙ্গী ইউনিয়নের প্রভাবশালী বিএনপি নেতা জিয়ানুর ও তার তিন ভাই সহ তার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে।
এই বিষয়ে মৃত্যুঞ্জয় বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছন,অভিযোগ সূএে জানা যায়,নিম্ন তফসিল ভুক্ত সম্পাতি আমার প্রওিক সূএে সম্পত্তি যাহাতে আমি বাড়ি ঘর নির্মান করে দীর্ঘদিন ভোগ দখল করে আসিতেছি।কিন্তু জমি জমা সংক্রান্ত জের ধরে ১/জিয়ানুর তালুকদার(৩৬) ২/ নুরাআলম তালুকদার(৪০) ৩/পন্ডিত তালুকদার(৩৮) ৪/আনার হোসেন (৪৫) উভয় পিতা-মৃত আজিজ তালুকদার সর্বসাং এলাঙ্গী ইউনিয়নের থেউকান্দী থানা ধুনট, জেলা বগুড়া, পরস্পর যোগসাজশে আমার ভোগ দখলীয় সম্পাতি জোর পূর্বক জবর দখল করার পাই তারা করে আসছে।বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার শালীস বৈঠক করা হয়।কিন্তু বিবাদীগন স্থানীয় শালীস সিদ্ধান্ত অমান্য করায় বিদ্যামান বিষয়টি আপোষ নিস্পত্তি করা সম্ভব হচ্ছে না।এমতে অবস্থা চলা কালে ০৭/০৬/২০২২ ইং তারিখ সকাল অনুমানিক ৯.৪৫ ঘটিকার সময় উপরুক্ত বিবাদীগন সহ অজ্ঞাতনামা ৫/৬ জন হাতে লাঠি সোটা লোহার রড ধারালো রামদা হাঁসুয়া ইত্যাদি দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত বেআইনী জনতায় দল বদ্ধ হয়ে আমার দখলীয় সম্পতিতে জোর পূর্বক বাড়ি নির্মাণ কাজ শুরু করে তখন আমি ও আমার স্ত্রী শ্রী মতি শেফালী রাণী উক্ত বাড়ি নির্মাণ কাজে বাধা দিতে গেলে আসামীগন উক্তেজিত হয়ে আমাদের উপর অতর্কিত ভাবে হামলাও মারপিট করে শরীর বিভিন্ন স্থানে ছেলাফোলা জখম করে।
আমাদের চিৎকারে আমার ফুবা শ্রী রাবিন্দ্রনাথ ঘোষ এগিয়ে আসিলে আসামীদের হাতে থাকা রড দ্বারা হত্যার উদ্দেশে ফুবার মাথা লহ্ম্য করে সজোরে আঘাত করে। উক্ত আঘাত তার মাথায় লেগে গুরুতর রক্তাক্ত ফাটা জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটাইয়া পরে। এবং আসমীগন আমার স্ত্রী পড়নে থাকা কাপড় টেনে হেচরে শ্লীলতাহানি ঘটায় এবং গলায় থাকা ১ ভরী ওজনের সর্ণের গহনা অসৎ উদ্দেশ্যে সিনিয়ে নেয় ও আমার দাদী শ্রীমতি গিতারাণী এগিয়ে আসলে তাহা কেউ মারপিট করে শরীর বিভিন্ন স্থানে জখম করে।আমাদের চিৎকারে আসে পাশের লোকজন এগিয়ে আসিলে আসামীগন আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।পরে এলাকা বাসী আমাদেরকে উদ্ধার করে ধুনট সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে শ্রী রাবিন্দ্রনাথ ঘোষের শরীর এর অবস্থার অবনতি দেখে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বিষয়টি নিয়ে অএ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন সুবিচার ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানব বন্ধনের মাধ্যমে প্রতিবাদ করেন।