তানসেন আলী মন্টু স্টাফ রিপোর্টার
বগুড়া র্যাব-১২ এর অভিযানে ৪১০ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
বগুড়া র্যাব-১২, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজশাহী হতে ঢাকাগামী প্রাইভেট কারে ০২ জন ব্যক্তি মাদকদ্রব্য বহন করছে।
এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ০১ মার্চ ২০২২ ইং তারিখে রাত ০৩.১৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সিরাজগঞ্জ রোড চেয়ারম্যান মার্কেট মুক্তা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার এর সামনে চেকপোষ্ট স্থাপন করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ী কে হিরোইন সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মুনতাজ আলীর ছেলে মোঃ সেলিম রেজা (৪২) গ্রামঃ বাড়ই পাড়া আলীপুর, ও মোঃ সাহাবুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান (মিঠু) (২৫), গ্রাম -মহিশাল বাড়ী, উভয়ের থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
তাদের কে তল্লাশি করে মোট ৪১০ গ্রাম হেরোইন, প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১২-৫৩৭১), মোবাইল এবং নগদ টাকাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।