বন্ধুর প্রেমে পড়ে,বন্ধু কে নিয়ে ভিন্ন সাজে কবিতা লেখলেন বন্ধু,পড়ে অবাক হলেন পাঠকরা
রিপোর্টঃ-হৃদয় এস এম শাহ্-আলম
কবিতাঃ- “বন্ধু আমার শাহালম”
লেখকঃ- সাইফুর রহমান রাকিব
আমার একটি বন্ধু আছে,
হৃদয় এস. এম. শাহলম।
সে কাজের মাধ্যমে প্রমান করে সব,
কথা বলে কম।
পড়াশোনায় মস্ত ভালো ছোটবেলা থেকে,
ছোটরা সবে অনুপ্রানিত হয় শাহালমকে দেখে।
ভুবন জুড়ে তার সুনাম শুনি যেখানেই যায় আমি,
সবাই বলে মোদের শাহালম হীরার চেয়েও দামী।
ছোট বড় সবাইকে করে সে সম্মান,
মানুষের দুঃখে কেঁদে উঠে শা আলমের প্রাণ!
বন্ধু আমার সবার প্রিয়, সবাইকে বাসে ভালো,
নিজ প্রতিভায় অন্ধকারে জ্বালায় জ্ঞানের আলো।
পড়াশোনার পাশাপাশি সে করে সাংবাদিকতা,
থাবা মেরে বের করে আনে সমস্ত গোপন সত্যতা।
দেশের কাছে তুলে ধরে দুঃখীদের অভিযোগ,
ওর কাছে ছাড় পায়না কোনো অসৎ লোক।
বন্ধু আমার পৌছে যায় যেখানেই হয় অন্যায়,
হ্যাঁ! সে আর কেউ না; মোদের শাহালম ভাই।
ওর ব্যপারে বললে শেষ হবে না কবু,
বন্ধুকে নিয়ে একটু কথা লিখে ফেললাম তবো।
বন্ধু আমার মস্ত মানুষ, মধুর ছেয়েও মিষ্টি,
সৃষ্টিকর্তা যেন দুঃখীদের জন্যই করেছে ওরে সৃষ্টি।
সবার মুখে হাসি ফোঁটায় সে, মন ভরে ভালবেসে,
নিঃসংকোচে দাড়ায় গিয়ে সে দুঃখী মানুষের পাশে
অন্যায়ের বিরুদ্ধে যে নির্ভয়ে হাতে নেয় কলম,
হ্যাঁ! সেই আমাদের সবার প্রিয়
হৃদয় এস. এম. শাহালম।