1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি’র নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর। - দৈনিক সংবাদের কাগজ
২৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:২০|

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি’র নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর।

ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
  • Update Time : শনিবার, মার্চ ২, ২০২৪,
  • 75 Time View

গত ২৯ ফেব্রয়ারী ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর মাল্টিপারপাস হল রুমে সোসাইটি’র ২০২৪-২০২৬ কার্যমেয়াদের নবনির্বাচিত কমিটির নিকট “দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান” উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক হওয়া (বর্তমান) কমিটির পক্ষে সভাপতি অধ্যাপক ড. মো: শরীফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান খাঁন জিহাদ নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। নবনির্বাচিত কমিটির পক্ষে নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন এবং সাধারণ সম্পাদক এলিন ববীর নেতৃত্বে সদ্য সাবেক কমিটির নিকট থেকে ০৩ বৎসর মেয়াদে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার হস্তান্তরকালে বর্তমান কমিটি (সদ্য সাবেক কমিটি) এর সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির সকল সদস্যদেরকে এবং কাউন্সিলরদের ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানান।

উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটি থেকে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি: অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, ভাইস-প্রেসিডেন্ট (অ্যাডমিন): সহযোগী অধ্যাপক রেজাউল করিম, জেনারেল সেক্রেটারি: এলিন ববী, জয়েন্ট সেক্রেটারি (অ্যাডমিন): শরিফুল আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি (ফিন্যান্স): মোঃ জারাফাত ইসলাম, জয়েন্ট সেক্রেটারি (একাডেমিক): প্রকৌশলী মোঃ নাজমুল হুদা মাসুদ এবং ট্রেজারার: জনাব মোঃ শাহরিয়ার হোসেন খান ফরহাদ। সদ্য সাবেক কমিটির পক্ষে বক্তব্য রাখেন সাবেক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: শরীফ উদ্দিন, সহ-সভাপতি (এডমিন) প্রকৌ: নিয়াজ উদ্দিন ভুইঁয়া, জয়েন্ট সেক্রেটারি (অ্যাডমিন): ফাহাত জামান চৌধরী, জয়েন্ট সেক্রেটারি (ফিন্যান্স): মোহাম্মদ শাহারিয়ার হোসেন খাঁন।

আরো বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো: দেলোয়ার হোসেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুস সোবহান এবং মো: জাকিউল আলম সরকার। আমন্ত্রিত উপস্থিত সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য প্রকৌ: জাহাঙ্গীর আলম তুষার এবং রবিন সরকার প্রমুখ। উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য সাবেক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: শরীফ উদ্দিন এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জিহাদ।

নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন তাহার বক্তবে বলেন, সবাইকে নিয়ে কাজ করে নির্বাচনী ইশতেহার পরিপুর্নিভাবে বাস্তবায়নের চাই এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ক্ষেত্রে বিসিএস অংশীদার করতে বিসিএস এর প্রতিটি সদস্য (আমরা) যথাযথ অবদান রাখতে বদ্ধপরিকর। তাই, যেকোন আইসিটি সংশ্লিষ্ট কার্যক্রমে বিসিএস এর প্রতিনিধি অন্তর্ভুক্তির জন্য নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানানো হয়। নবনির্বাচিত কমিটির সাধারন সম্পাদক এলিন ববী তাহার বক্তবে বলেন, বিসিএস সার্বিক কল্যাণার্থে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাকে কাজ করতে চাই এবং সাবেক কমিটিগুলোর কাছ থেকেও প্রয়োজনে বিভিন্ন পরামর্শ নিয়ে কাজ করতে চাই। কাউন্সিলরদের সাথে ব্যবস্থাপনা কমিটির কোন পার্থক্য থাকবে না; সবাই মিলে-মিশে কাজ করতে চাই।

উল্লেখ্য যে, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গত ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ইং অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি ড. শরীফ -জিহাদ প্যানেল এবং অপর প্যানেলটি হলো ড. আরেফিন-ববী প্যানেল। উক্ত নির্বাচনে ড. আরেফিন-ববী প্যানেল সবকটি পদে বিপুল ব্যাবধানে জয়ের মধ্যমে নিরস্কুশ বিজয় অর্জন করে।
ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যগণ হলেন- (১) প্রেসিডেন্ট: অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, (২) ভাইস-প্রেসিডেন্ট (অ্যাডমিন): সহযোগী অধ্যাপক রেজাউল করিম, (৩) ভাইস-প্রেসিডেন্ট (ফিন্যান্স): অধ্যাপক মো: আব্দুল বাছেত, (৪) ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক): জনাব জয়নাল আবেদীন, (৫) সেক্রেটারি জেনারেল: এলিন ববী, (৬) জয়েন্ট সেক্রেটারি (অ্যাডমিন): জনাব শরিফুল আনোয়ার, (৭) জয়েন্ট সেক্রেটারি (ফিন্যান্স): জনাব মোঃ জারাফাত ইসলাম, (৮) জয়েন্ট সেক্রেটারি (একাডেমিক): প্রকৌশলী মোঃ নাজমুল হুদা মাসুদ, এবং (৯) ট্রেজারার: জনাব মোঃ শাহরিয়ার হোসেন খান ফরহাদ।
এছাড়া নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ হলেন:- (১) মোঃ হাসিব সুলতান, (২) মোঃ মনিরুল ইসলাম (৩) মোঃ আসাদ-উজ-জামান (৪) মোঃ মেহেদী হাসান (৫) হাসান-আল-মনসুর (রাজীব) (৬) মোহাম্মদ হেদায়েতুল হাসান (৭) মো: ওমর সিদ্দিক (৮) মোঃ ওয়াহিদ মুরাদ (৯) প্রকৌ: মো: আলমগীর (১০) শেখ হুমায়ুন কবির (১১) নিমাই চন্দ্র মন্ডল (১২) খন্দকার মনোয়ার হোসেন (১৩) মু: আবু ফুয়াদ (১৪) মো: তানভিদুল ইসলাম (১৫) মো: মাহফুজ ইসলাম (১৬) মোঃ আমিনুল ইহসান (১৭) মো: মোজাহারুল ইসলাম (১৮) মোঃ রাশেদ আজাদ চৌধুরী (১৯) মোঃ মারুফ হোসেন (২০) অজয় কর (২১) এস, এম, সাজ্জাদ হোসেন (২২) মোহাম্মদ শফিউদ্দিন (২৩) প্রকৌশলী এস. এম. পারভেজ রানা (২৪) বায়েজীদ হাসান ভুইঁয়া (২৫) প্রকৌশলী সবুজ দাশ।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) হলো কম্পিউটার ও আইসিটি প্রফেশনালদের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরাতন জাতীয় সংগঠন। এই সংগঠনটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারের নিবন্ধন নং- ১৬৩৮ (৫০)/৯৫। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়, ২৩ শহীদ মিনার রোড, কল্যাণপুর, ঢাকা। সংগঠনটি প্রতিষ্ঠাকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারী এবং প্রয়াত অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST