বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইন-শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, থানার উপ-পুলিশ পরিদর্শক এরশাদ মিয়া, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৭ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের-কলেজের প্রধানগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, মাদক, বাল্য বিবাহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডসহ ঘটনা নিয়ে আলোচনা করেন এবং মাদক, বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেতনতা বড়ানোসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান।