“নিরাপদ মাছে ভরবো দেশ’ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস কর্মকর্তার আয়োজনে দিনাজপুরের বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা অডিটোরিয়াম সভারুক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভা অনুষ্টিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরকাই মৎস্য খামারের খামার ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র রায়, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সহ-সভাপতি এসএম মাসুদ রানা, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম ও রায়হান কবির চপল প্রমূখ।
আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন মূল প্রবন্ধ নিয়ে আলোচনা করেন।
এসময় উপজেলা মৎস্য অফিসের স্টাফরা, সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।