যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিজান চালিয়ে পাঁচ বছরের পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মো: রহমত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি মো.রহমত আলী বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
বুধবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ কাগমারী গ্রামে অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামির বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে