কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের বুছতলা গ্রামে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মোঃ নজরুল ইসলামের ছেলে, অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদ ।
বুধবার ২৫ ই জানুয়ারি বেলা ৩ টার সময় অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদের ব্যক্তিগত অর্থায়নে উন্নত মানের প্রায় ১০০ টি কম্বল অসহায় মানুষের মাঝে প্রদান করেন।
কম্বল বিতরণ শেষে অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদ বলেন, আমার গ্রাম বুছতলা সহ অন্যান্য এলাকায়ও আমি এই কম্বল বিতরণের কাজ অব্যাহত রেখেছি,গত কয়েক দিনের তীব্র শীতে মানুষ প্রচন্ড কষ্টে আছে।
তিনি আরও বলেন, করোনাকালীন দুর্যোগে আমি মানুষের সহযোগিতায় কাজ করেছি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, গ্রামে এখনো এমন মানুষ আছেন যাদের শীতের কোন বস্তু নাই নিজেকে গরম রাখতে তেমন কোন কাপড় নাই তাদের মাঝে কিছু কম্বল তুলে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি
কাগজপুকুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ বলেন, আজ মেজর সাহেব অসহায় ও দারিদ্র ১০০ টি পরিবারের মাঝে যে কম্বল তুলে দিলেন এতে করে প্রত্যেকটা পরিবার উপকৃত হয়েছেন। সেই সাথে সমাজের যারা বিদ্যমান ব্যক্তি আছেন তিনারাও যদি মেজর সাহেবের মত এগিয়ে আসতেন সমাজটা আরো সুন্দর হতো ।
এ কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদ সহ কাগজপুকুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ও বুছতলা গ্রামের গণ্যমান্য ব্যক্তি সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।