বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিনের নির্দেশনায় কাগজপুকুর ৪ নং ওয়ার্ডে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬ টার সময় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহিনুল ইসলাম শাহীনের ব্যক্তিগত কার্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে ৪০ জন অসহায় মানুষের মাঝে কম্বল, প্রদান করা হয়।
৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিনুল ইসলাম শাহিন বলেন, বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিনের নির্দেশনায়
আমার ৪ নং ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম শুরু করেছি, আমার ওয়ার্ড সহ ইতিমধ্যে অন্যান্য ওয়ার্ডেও কার্যক্রম শুরু হয়েছে।
কাউন্সিলর শাহিনুল ইসলাম শাহীন বলেন, করোনাকালীন দুর্যোগে আমরা মানুষের সহযোগিতায় কাজ করেছি। প্রতিবছরই প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা চালু রেখেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল মেকানিক
বলেন,পৌরসভার অনুদানসহ নিজেদের অর্থায়নেও আমরা অসহায় মানুষের প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ করে থাকি,বিভিন্ন দুর্যোগ করোনা কালীন সময়ে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার ৪ নাম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিনুল ইসলাম শাহীন, ৪ নাম্বর ওয়ার্ড আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল মেকানিক, ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মিন্টু, মোঃ শুকুর আলী, ছাদেক হোসেন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মোঃ বকুল হোসেন, মোঃ তাহাজ্জুল হোসেন, মোঃ শামছুর রহমান, ওয়ার্ড আওয়ামী মোঃ কওছার আলী মোঃ হাফিজুর রহমান, মোঃ জহিরুল আলম, আব্বাস আলী, সহ সমাজের গণ্যমান্য ব্যক্তি সহ আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।