কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে আজ বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাচনে সদস্য হিসেবে পুননির্বাচিত ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান,, বিশিষ্ট সমাজসেবক আবু হেনা মোস্তফা কামাল মুকুল এর সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্বর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব রফিকুল অালম চুনু প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া সম্বর্ধিত অতিথি আবু হেনা মোস্তফা কামাল মুকুল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল হাসান শিশির, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাশরেকুল হক রোজেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল আলম প্রাইম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, ইউপি সদস্য কারিবুল ইসলাম রনি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবলু মোস্তাফিজ অনুষ্ঠানের সঞ্চালনার দায়ীত্ব পালন করেন। সম্বর্ধনা অনুষ্ঠানে ভেড়ামারা প্রেসক্লাবের পদস্থ সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।