ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত
মোকছেদুল ইসলাম
ফুলপুর উপজেলা প্রতিনি
ময়মনসিংহ ফুলপুর মহাসড়কে নালিতাবাড়ী পামী যাত্রীবাহী বাসের সাথে ময়মনসিংহ (গামী কভার ভ্যান পূর্ণবাহীর ট্রাকের)সাথে মুখোমুখি হয়।
আজ শুক্রবার পহেলা জুলাই রাত ২•৫০ মিনিট এর সময় ফুলপুর ময়মনসিংহ মহাসড়কে কাকলি রাসমিলের সলঙ্গ স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
ও জানা যায় (১০) জনের মত আহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
এবং সেই সময় এবং আহতদের ফুলপুর উপজেলা সংস্থা কমপ্লেক্সের চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।প্রেরণ করেছেন স্থায়ী জনগণ ও ফুলপুর থানার পুলিশ সদস্যরা।