মানবতার ফেরিওয়ালার ফুলপুর পৌর কাউন্সিলর তফাজ্জল হোসেন। তফাজ্জল হোসেনের মানবিকতার কাজের মাধ্যমে শুরু হয় তার প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত।এমন একজন পর উপকারী মানুষ রয়েছে যার কথা না বললেই নয়।তিনি হলেন ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দুই দুইবারের সফল কাউন্সিলর মানবতার ফেরিওয়ালা ফুলপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তফাজ্জল হোসেন।তিনি আর্থিক দিক দিয়েও দূর্বল হলেও মানুষকে সেবা দিতে রয়েছে প্রখর মন।নিজের দিক থেকে যতটুকু সম্ভব তা কখনও পিচ পা হননি কখনও মানুষের সেবায় ।নিজের ব্যবরীত গাড়িটিও রেখেছেন মানুষের সেবার কাজে। সমাজে হাজারো গরিব দুস্থ লোক রয়েছে এ সমাজে।এসব দুস্থ অসহায় মানুষ পাশে দাড়ানো থাকে তার কাজ। তিনি শুধু পৌরসভাতেই মানুষকে সেবা দিতে এমনতো কথা নয় আশপাশের ইউনিয়ন গুলোর মানুষকে সেবা দিতে সবসময় নিয়োজিত আছেন সবসময়।যে কোনো বিষয়ে তিনি খবর পেলেই ছুটে চলে নিঃস্বার্থ ভাবে মানুষের সেবায়। তিনি কখনও ছুটে চলে অসহায় রুগীর সেবায় আবার কখনও পারিবারিক কলহের মিমাংসায়। আবার কখনও ছুটে নিজে ড্রাইভিং করে বর যাত্রীদের বিবাহের কাজে।তফাজ্জল হোসেন বলেন মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখতে চায় সবসময়।