ময়মনসিংহের হালুয়াঘাটে নিজকে নবী দাবি করা সন্দ্বীপ রিসিল কে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
জুয়েল রানা ফুরপুর উপজেলা প্রতিনিধ
হালুয়াঘাট জয়রাকুড়া সন্দ্বীপ রিসিল নিজেকে ঈসা নবী বলে দাবি করে ধর্মপ্রাণ মানুষদের সাথে প্রতারণা করে আসছিল অনেক দিন যাবত,সম্প্রতি আনন্দ টিভি নামে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি নিজকে ঈসা নবী দাবি করে উদ্ভট কথাবার্তা প্রচার হবার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রাখে। এরইমধ্যে সন্দ্বীপ রিসিল নিজকে ঈসা নবী দাবী করার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে নিজকে নবী দাবি করার খবরটি ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমান ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । এরই জের ধরে ২ জুন বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে হালুয়াঘাট থানা পুলিশ । স্থানীয় এলাকাবাসী জানায় সন্দ্বীপ রিসিল জন্মসূত্রে সে একজন খ্রীষ্ট ধর্মের অনুসারী ছিলো বলে জানান এলাকাবাসী সন্দ্বীপ রিসিল সাক্ষাৎ করে বলেন তিনি ২০২১ সনে ময়মনসিংহের খানকায়ে হুসাইনিয়া মাদরাসা থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানান।প্রতারক সন্দ্বীপ রিসিল ঘরে মিললো কিছু খ্রিস্টধর্মালম্বীদের দেবতাদের ছবি।
প্রতারক সন্দ্বীপ রিসিল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া গ্রামে নিজ বাড়িতে আস্তানা গেড়ে নিজেকে ঈসা নবী দাবী করে বেশকিছু অনুসারীও জোগাড় করতে সক্ষম হয়। কার বিরুদ্ধে ধর্মের অপব্যাখ্যা করারও একাধিক অভিযোগ রয়েছে সন্দ্বীপ রিসিল এর উপর ।সন্দ্বীপ রিসিল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়রাকুড়া গ্রামের বিমল আজিমের পুত্র।