নরসিংদীর রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মরজাল ইউপি সদস্য আরিফুজ্জামান আরমান সভাপতিত্বে চর মরজাল গ্রামে এতিমখানা মাদরাসা খোলা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল হয়।
এসময় উপস্থিত ছিলেন রবিউল্লাহ ফকির, মামুন সরকার, সাব্বির হাসান তুহিন, সমাজসেবক বিল্লাল মিয়া, জাকির হোসেন, মোহাম্মদ আলী আবুল কাসেম, সুমন মোল্লা প্রমূখ। এ ছাড়াও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ এতিমখানা মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ইফতার আয়োজনে অংশ নেন হাজারো মানুষ।