নরসিংদীর রায়পুরা উপজেলা মির্জাপুর ইউনিয়ন হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে রায়পুরা থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রায়পুরা থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থানা সাব- ইন্সপেক্টর নবীর হোসেন ও এসআই নাসির উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে নবীর হোসেন বলেন–আমরা সবার উৎসবে সবাই যাব সবার আনন্দ ভাগাভাগি করে দিব। এটা ইচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনারা কল করবেন আমরা আপনাদের কাছে চলে যাব।আমাদের সেবার চাদর দিয়ে আপনাদেরকে ঢেকে রাখবো।আমরা আপনাদের এতটুকু ভরসা দিতে পারি।যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে আমকদেরকে সাথে সাথে জানাবেন আমরা ব্যবস্হা দেব। আপনারা নিরাপত্তার স্বার্থে পূজা মন্ডপে যথেষ্ট আলোব ব্যবস্হা ও সিসি ক্যামেরার ব্যবস্হা রাখবেন। আপনাদের জন্য আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা থাকবে। ২৪ ঘন্টায় আপনারা আমাদের নজরে আছেন। আমাদের সহযোগিতা পাবেন।আপনারা আমাদের জন্য আমানত। আমরা চেষ্টা করব আপনাদের উৎসব যাতে আপনারা সুন্দরভাবে পালন করতে পারেন।
সঞ্চালনায় করেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস। মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।রায়পুরা উপজেলা আওয়ামী লীগ সদস্য ডা;আসাদ।রায়পুরা উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য ও মির্জাপুর ইউপি সদস্য দুলাল সিং,,মির্জাপুর ইউপি সদস্য ফরিদ মিয়া,মির্জাপুর ইউপি সদস্য হাবিবুর রহমান মাসুদ, মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোমেনুল ইসলাম মোমেন, সহ সভাপতি হৃদয়, সাংগঠনিক সম্পাদক হাকিম, দপ্তর সম্পাদক সাদ্দাম উদ্দীন প্রমুখ।