নরসিংদীর রায়পুরা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদযাপন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন। এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে রাজু অডিটরেয়াম শিশুদের নিয়ে কেক কাটেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ পার্থ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি কাজী নাদিম, সঞ্চালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক আলাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া, রায়পুর উপজেল অর্থ বিয়ষক সম্পাদক ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি, রায়পুরা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আল আমিন হোসাইন, মরজাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ আহমেদ, মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোমেনুল ইসলাম মোমেন প্রখূম।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।