নরসিংদীর রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বিভিন্ন পদে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছে।
আজ ২মে বৃহস্পতিবার সকাল থেকে বেলা ৪ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিসে সূত্রে জানা যায়-চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লায়লা কানিজ লাকি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আলী আহমেদ দুলু, সাবেক পাড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, মো সোলায়মান খন্দকার ও জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ পনির হোসেন, এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল,ছাত্রলীগ নেতা সুমন মিয়া,মো:মারফত আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক ও নারী নেত্রী জোছনা বেগম।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন বলেন-বিকেল ০৪টা পর্যন্ত চেয়ারম্যান পদে ০৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
মোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম অনলাইনে জমা পরে। ৫ মে মনোনয়ন পত্র যাচাই-বাছাই। ২৯ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।