মিজু আহম্মেদ শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: জাতীয় শ্রমিক লীগ বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল।
জাতীয় শ্রমিক লীগ শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মতিউর রহমান টুকু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউনুস আলী সোনারের আমন্ত্রণে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন স্বপন। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, হোসেন শরীফ মনির, সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক নুর খান, সদস্য সচিব মোজাফ্ফর রহমান, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান। এছাড়াও জেলা, উপজেলা, ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সম্মেলন শেষে রুবেল সরকারকে সভাপতি, নুরুন্নী তারেক কে সাধারণ সম্পাদক এবং আহাদুর রহমান লিমন খান কে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় শ্রমিক লীগ শাজাহানপুর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।