মিজু আহম্মেদ, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রত্যুষে উপজেলা পরিষদের চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্য্যদয়ের সাথে অমর বিজয় স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শনিবার সকাল ৮টায় থেকে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এছাড়াও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পরে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্যারেড কুচকাওয়াজ অনুষ্ঠানের পরে বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহণে খেলাধুলা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, গণকবরগুলোতে পুস্পস্তবক অর্পণ ও শহীদ আত্মার মাগফেরাত কামনা বিশেষ দোয়া, উপহার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আছাদুর রহমান দুলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারী কমিশনার ভূমি আশিক খান, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো ইমরান হোসেন, আওয়ামী সেচ্ছাসেবকলীগের উপজেলা শাখা র সভাপতি একেএম জিয়াউল হক জুয়েল ৷ এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের শাজাহানপুর উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর পোপাল গোস্বামী,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হয়রত আলী,
বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মাঝিড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুজ্জামান,খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অপর দিকে সন্ধ্যায় উপজেলা পরিষদের চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তী দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা প্রশাসন।