সাভার কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার এর হত্যার ও শিক্ষক নির্যাতিত করার প্রতিবাদে ফুলপুর উপজেলা শিক্ষক সমিতির সকল সদস্যবৃন্দদেরকে নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪এ জুলাই সোমবার সকাল ১১ ঘটিকার সময়, প্রায় অর্ধশতক দিক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কে নিয়ে,ফুলপুর বাস স্ট্যান্ড গুল চক্কর মোড়ে শিক্ষক হত্যা প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন
ফুলপুর গার্লস স্কুলের এর প্রধান শিক্ষক হরমুজ আলী।
ও বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন
মোসাদ্দেক আলী.. শাহ হুমায়ুন কবীর প্রভাষক.. রহম আলী শিকদার.. কামরুজ্জামান রাজু..শামসুল আলম রুবেল..সুলতানা বেগম..মোজাম্মেল হক.. নজরুল ইসলাম.. এবং আরও বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এখানে উপস্থিত ছিলেন।
বক্তারা অনতি বিলম্বে ঘটনাবলীর সাথে যারা জড়িত ও দোষীদের কে গ্রেফপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি ও প্রতিবাদ জানান।