“নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮মার্চ শুক্রবার সকালে দিবসটি পালন উপলক্ষে একটি র্যালী বের হয়ে পরিষদ চত্তর প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা নিয়ের্বাচন কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুজ্জামান আকন্দ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালি প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।