“দুর্যোগ প্রস্তুতি লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। ১০ মার্চ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান এর সভাপতিত্বে রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নানা আয়োজনে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর। এসময় অন্যান্যের মাঝে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপজেলা স্টেশন মাষ্টার আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমশেদ আলী সহ ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে ভুমিকম্প ও অগ্নিকান্ডের বিভিন্ন মহড়া প্রদর্শণ করা হয়।