মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া মাত্রই শেরপুরের ঝিনাইগাতীতে প্রচণ্ড শীতের মাঝেও বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনী হাওয়া। উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় সম্ভাব্য প্রায় এক ডজন চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। মনোনয়ন পেতে প্রার্থীরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সিনিয়র নেতাদের মন রক্ষার চেষ্টা করছেন।
এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এ উপজেলায় বিএনপি,জাতীয় পার্টিসহ অন্য কোনো দলের প্রার্থী সক্রিয় না থাকায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই। এবারের নির্বাচনে রাজনৈতিক মাঠে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আমিরুজ্জামান লেবু, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিলন, আতাউর রহমান আতা, সাবেক ইউপি চেয়ারম্যান অনারুল্লাহ ও নাজমুল ইসলাম। তবে প্রার্থীদের মধ্যে অনেকেই বলেছেন দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নেবে।