শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল্লাহ’র স্ত্রী সখিনা বেগম ৫ জন ছেলে মেয়ে নিয়ে বসবাসের অনুপযোগী এই ঘরে বসবাস করেন।
চরম দুঃখ-দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।
জানা যায় ৫ বছর আগে তার স্বামীর মৃত্যু হয় এর পর থেকে সন্তানদের ভরনপোষণ এর দ্বায়িত্ব পরে সখিনার ঘারে, দিন মজুরি করে যা পাই তাই দিয়ে ৫ জন সদস্যের পরিবার চলে। ফলে একদিন কাজ না করলে তাদের অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হয়। সরকারি সাহায্য-সহযোগিতার সংকটের কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন।
সখিনা বেগম বলেন ৫ বছর পূর্বে স্বামী মারা যায় অনেক কষ্টে জীবনযাপন করছি থাকার মতো একটি ঘরও নেই।
স্বামী মারা যাওয়ার পর থেকে ওই পরিবারের ভাগ্যে জুটেনি সরকারি সাহায্য সহযোগিতা।
তারা চান সরকারি সহায়তা ও যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
বার্তা প্রেরক: মিজানুর রহমান
ঝিনাইগাতী, শেরপুর।
মোবাইল: ০১৯৮৩-৮৮৫২৪৩