শেরপুর জেলার পৌর শহরের ঐতিহ্যবাহী মৈত্রীবাড়ি খেলার মাঠে চলাচল করতে প্রসস্থ সড়কের দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী।
৯ মার্চ শনিবার বিকেলে শহরের গৌরীপুরস্থ মৈত্রী বাড়ি খেলার মাঠে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী, খেলোয়াড় ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।
বক্তারা বলেন, এ ঐতিহ্যবাহী মৈত্রী বাড়ি খেলার মাঠটি পৌরসভার বৃহত্তর পশ্চিম এলাকার একমাত্র খেলাধুলা করার স্থান। কিন্তু এ মাঠে যাতায়াতের জন্য কোন প্রসস্থ রাস্তা নেই।
যে কারণে এ মাঠে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হয়না। ভালো কোন অতিথি আসে না এ মাঠে। দর্শক উপস্থিতিও কমে হয়। তাই এখানে একটি প্রসস্থ সড়কের দাবি সকলের।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মেরাজ উদ্দিন, নতুন দিগন্ত ক্লাবের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক উবাইদুর রহমান বাদল, আল আমীন কাজি, খেলোয়াড় জাহাঙ্গীর আলম, শামীম, রেজওয়ান, ইফফাত জাহান ইপ্পি প্রমুখ।