শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন যে ধানের শীষ প্রতীকে ভোট দিন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি ৩০ জানুয়ারি ( শুক্রবার ) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঝগড়া চর বাজারে বণিক সমিতি আয়োজিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি সবাইকে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান ও ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার অনুরোধ জানান। তিনি বলেন দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তাঁদের সন্তান তারেক রহমানও এ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র অটুট রাখতে কাজ করে যাচ্ছেন।
প্রান্তিক জনগোষ্ঠীকে রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করে রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগানোর কৌশল হাতে নিয়েছেন জনাব তারেক রহমান। যার ভিত্তিতে আগামী পাঁচ বছরে দেড় কোটির বেশি যুবক-যুবতীকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা হবে। ফেমিলি কার্ড প্রদান করা হবে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করাই জনাব তারেক রহমানের মূল লক্ষ্য।
তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে হবে। ধানের শীষ প্রতীককের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সবাই মিলে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন আমি আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হলে শ্রীবরদী- ঝিনাইগাতীর উন্নয়নবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাব এবং বিএনপির সরকার হবে ব্যবসা বান্ধব সরকার। তিনি ভেলুয়া ইউনিয়নকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে বলেন, অতীতের যে সব সুষ্ঠু নির্বাচন হয়েছে এই ইউনিয়নের বিএনপি সব সময় সর্বাধিক ভোট পেয়েছে। যার জন্য এই ইউনিয়নকে বলা হয় বিএনপির ঘাঁটি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তিনি শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর বাজারে বণিক সমিতির আয়োজনে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পথ সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি। নির্বাচনী পথ সভায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরেন এবং ফ্যামলি কার্ড ও কৃষি কার্ড সম্পর্কে উপস্থিত জনতাকে ধারণা দেন। তিনি নির্বাচিত হলে এই অঞ্চলের বেকার মানুষদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও যোগাযোগ খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বার্তা প্রেরক:মিজানুর রহমান, শেরপুর।
মোবাইল: ০১৭৮৭৩৩০৯৭২