১১ দলীয় ইসলামী জোটের ৩০০ আসনেই সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ হয়। এই তালিকায় সমঝোতা রক্ষায় শেরপুর ২ (নকলা-নালিতাবাড়ী) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবদুল্লাহ আল কায়েস। অপরদিকে আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি দীর্ঘদিন ধরেই তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গিয়ে গিয়ে পরিচিতি ও ভোট প্রার্থনা করেছেন। কেন্দ্রীয়ভাবে আবদুল্লাহ আল কায়েস শক্ত অবস্থানে থাকলেও স্থানীয় পর্যায়ে গোলাম কিবরিয়া ভিপির জনপ্রিয়তা বেশি বলে জানান সংশ্লিষ্টরা। তবে এই সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত রূপ নিলে ইসলামী জোটের জন্য আসনটি অনিশ্চিত হয়ে যেতে পারে।
কারো কারো মতে গোলাম কিবরিয়া এর পরিবর্তে আব্দুল্লাহ আল কায়েস থাকলে উৎসবমুখর বা হাড্ডাহাড্ডি নির্বাচন না হওয়ায় আশঙ্কাও রয়েছে।
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বিএনপির দলীয় প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হওয়ার পর থেকেই সিলেকশনে এমপি হওয়ার স্বপ্ন বুনছেন ইসলামী জোটের প্রার্থীরা। যে কারণে অন্যান্য আসনের তুলনায় এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত নিয়ে সবচেয়ে বেশি ভাবনা-চিন্তার মাঝে পড়েছে দলগুলো।
তবে হাল ছাড়েননি ফাহিম চৌধুরী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাতিল হলেও মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন তিনি। আপিল বিভাগ আজ ১৬ জানুয়ারি শুক্রবার পর্যন্ত তার মনোনয়নপত্র স্থগিত করেছে।
ফাহিম চৌধুরী ও তার সমর্থকদের ভাষ্যমতে, যেকোনোভাবে তিনি ফিরে আসবেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ফাহিম চৌধুরী ফিরলেই মোড় ঘুরে যেতে পারে নির্বাচনের।
তবে আবদুল্লাহ আল কায়েস ফাহিম চৌধুরীর সঙ্গে কখনো পেরে উঠবেন না বলে ধারণা ভোটারদের। ইসলামী জোট থেকে গোলাম কিবরিয়া ভিপি প্রার্থী থাকলে লড়াই হতে পারে জমজমাট।
এবিষয়ে কথা বলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসকে মুঠোফোনে কল দিলে রিসিভ করেননি তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি বলেন, “জোটের চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ হয়নি। আমি বিগত দিনে যেভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি, এতে করে আমি আশাবাদী নকলা-নালিতাবাড়ীবাসী আমাকেই বেছে নিবে।”
১১ দলীয় ইসলামী জোটে থাকা না থাকার বিষয়ে আজ সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন। অপরদিকে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর আপিল বিভাগের ফলাফলও ঘোষণা হবে আজ। সবমিলিয়ে শেরপুর ২ আসনে আজকের মধ্যেই বিএনপি ও জামায়াত উভয় জোটের চূড়ান্ত বৈধ প্রার্থীর নাম প্রকাশ হয়ে যাবে বলে জানা গেছে।