মিজু আহম্মেদ শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি: বগুড়া শাজাহানপুরে সাজাপুর ফুলতলা আহমাদিয়া ফাযিল স্নাতক মাদরাসা আলিম ১ম বর্ষের ক্লাস উদ্বোধন, নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ০৩মার্চ) সকাল সাড়ে ১০ টায় উক্ত মাদরাসা হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাজাপুর ফুলতলা আহমাদিয়া ফাযিল স্নাতক মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে
ও অধ্যক্ষ মো আব্দুল আলিম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ শাজাহানপুর উপজেলা শাখা র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো ইমরান হোসেন। উক্ত অনুষ্ঠানে মাদরাসা শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মচারীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে মাদক থেকে দুরে থাকতে ও উন্নত জীবন এবং ভবিষ্যত গড়তে সকল শিক্ষার্থীদেরকে আহবান জানানো হয়।