বরিশালের বানারীপাড়ায় জাতীয়তাবাদী যুবদলকে সক্রীয় ও সুসংগঠিত করতে উপজেলার ৩ নং সৈয়দকাঠি ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে। বানারীপাড়া উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক মোহাম্মদ সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হাবীবুর রহমান হাওলাদারকে আহবায়ক, মোঃ মহসিনকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট সৈয়দকাঠি ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে মোঃ শহিদুল ইসলামকে সিনিয়র যুগ্ন আহবায়ক এবং কামাল ফকির, শামীম মৃধা, মিজানুর রহমান সজিব, হেমায়েত হোসেন সহ ১৮ জনকে যুগ্ন আহবায়ক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়। সৈয়দকাঠি ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষনা করায় নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বানারীপাড়া ও উজিরপুরের বিএনপি’র একমাত্র কান্ডারী এস শরফুদ্দিন আহমেদ সান্টুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বরিশাল জেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমরা সৈয়দকাঠি যুবদল জীবনের সর্বোচ্চ দিয়ে মা ও মাটিকে রক্ষা করবো। তারা বলেন আমাদের নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টুর হাতকে শক্তিশালী করতে সর্বদা রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করবো।