———————————————হাকিকুলঅসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউনিটি অব মৌলভীবাজার, ——— ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধি
প্রতি বছরের মতো এবছর ও পবিত্র রামাদ্বানুল মোবারক উপলক্ষে ইউনিটি অব মৌলভীবাজার এর পক্ষ থেকে গত ২৩ এপ্রিল শনিবার মৌলভীবাজার ক্লাবে অসহায় ও নিডি পরিবারবর্গ এর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খবর বাপসনিঊজ।
ইউনিটি অব মৌলভীবাজারের প্রধান সম্বন্নয়ক খালেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহবুব ইজদানী ইমরান এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপি, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন, সেলিনা আলাউদ্দিন, মতিন বকস ও তোফায়েল খান তপু,
ইউনিটি অব মৌলভীবাজার এর আহব্বায়ক মকিস মনসুর সাবিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্টানে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখবেন ইউনিটি অব মৌলভীবাজার এর উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী,
অনুষ্ঠানের সকল দানশীল ব্যাক্তিদের নাম পড়ে শুনান এম ফয়ছল মনসুর, পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শামীম আহমেদ ও দোয়া পরিচালনা করেন এম মুহিবুর রহমান মুহিব ।
ইউনিটি অব মৌলভীবাজারের খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে, উপস্থিত ছিলেন ইউপি মেম্বার কামাল আহমেদ, রাসেল আহমেদ, ফয়ছল আহমেদ, সুমেল আহমেদ, ইহাম মুজাহিদ, আলীম আহমেদ, নানু মিয়া, তজমুল হোসেন, কামাল মনসুর, জাহাঙ্গীর হোসেন, লিপন মিয়া,পিন্টু আহমেদ, তাজুল ইসলাম চৌধুরী মুকিত মিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।
পরে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত ঐতিহ্যবাহী মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা শাখার সকল ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ইউনিটি অব মৌলভীবাজার এর আহব্বায়ক এম মকিস মনসুর জানান প্রবাসে কমিউনিটির উন্নয়নে এবং বাংলাদেশে মানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিষ্টা ও নিরলসভাবে কাজ করার প্রত্যয়ে গঠিত মৌলভীবাজার জেলাবসীর প্রাণের সংগঠন ইউনিটি অব মৌলভীবাজার প্রতিষ্ঠার শুরুতেই মৌলভীবাজাার সরকারি হাসপাতালে পরিস্কার- পরিছন্ন অভিযান করা,মৌলভীবাজার শহরকে সুন্দরতম করার লক্ষ্যে ডাস্টবিন বক্স এবং ফুলের বাস্কেট প্রদান এবং অসহায় হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণের ,মাধ্যমে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
কভিড ১৯ তথা করোনার সংকটে বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ
প্রতি বছরের মতো এবছর ও পবিত্র রামাদ্বানুল মোবারক উপলক্ষে ইউনিটি অব মৌলভীবাজার এর পক্ষ থেকে
২৪০ টি অসহায় পরিবারবর্গ এর মাঝে তিন লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, এই সব প্রজেক্ট বাস্তবায়নে দেশে বিদেশের যারা অনুদান প্রদান করেছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।।
এই মহতি প্রজেক্টে দেশে বিদেশের যে সব দাতা সদস্যরা সহযোগিতার হাত প্রসারিত করেছেন তারা হলেন
মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন আহমেদ,,মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর,
আব্দুল আহাদ চৌধুরী, সাইদুর রহমান রেনু,
মুজিবুর রহমান জসিম ,আব্দুল জলিল আসদ্দর মিয়া,
শেখ সালামত মেম্বার, শেখ ফারুক আহমদ,
এম এ আশরাফ, দেলোয়ার হোসেন,আহাদ,
সৈয়দ সেলিম হক,আব্দুল মালিক,কামরুজ্জামান খান কমরু, আমজাদ হোসেন সানি,শফিকুর রহমান,
সৈয়দ শামীম ইসলাম,লিটন চৌধুরী,
শেখ আব্দুর রুউফ তালুকদার,শামীম চৌধুরী,
নিয়াজ আহমদ লিটন, শিবলু রহমান,
সেলিম আহমদ, হেলেন ইসলাম, তপু তোফায়েল খান,
শাহাজান সিরাজ, রাধা কান্ত ধর,মামুন আহমেদ,
রাসেল খাঁন, মাহফুজ আহমদ,তাজুল ইসলাম,
আতিক লাকী, ছাদিকুর রহমান,সাইফুল খালেদ,
আমিনুর রহমান,কাবিদ, আজিজুর রহমান মুন,
আনোয়ার মিয়া, সৈয়দ রুয়েজ আহমেদ, মনসুর চৌধুরী,
সোহেল আহমদ,জুবের আহমদ, মো: মুহিবুর রহমান,
ফয়ছল আহমেদ, এম মতিন বকস.আফজাল মোহিত,এম খালেদ চৌধুরী, ম্যাডাম,সেলিনা আলা আপা, ইহাম মোজাহিদ, জুবেল আহমদ বেলাল, রিংকু আহমদ, ফয়জুর রহমান আবুল,এম কে বাদল আহমদ, রোকন আহমদ সৈয়দ সোয়েব আহমেদ, আমানুর রহমান রায়হান, ইকবাল হোসেন সাচ্চু, নিয়ামত খাঁন,সৈয়দ শাফিউল আহমেদ ,সৈয়দ আবু আলমগীর,মোঃ ফজলু মিয়া, জুয়েল খাঁন, বুলু আহমদ, আতিক রহমান, বেলাল আহমদ (সুহেল) ইউনুছ আহমদ,শাকির রহমান, আলমগীর চৌধুরী, মোঃ সামিম আহমেদ, মোশাঈদুর রহমান, আমীনুর চৌধুরী, শাহ গোলাম কিবরিয়া, আব্দুল আহাদ চ্যানেল এস,রাসেল আহমদ, আহমেদ শামীম, শেখ নুরুল ইসলাম, ও মোহাম্মদ মকিস মনসুর,
অনুষ্ঠানে দোয়ার মাধ্যমে যারা অনুদান দিয়েছেন মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো সবার দানকে কবুল করেন, দেশে বিদেশে আমাদের যারা অসুস্থ রয়েছেন সবার সুস্থতা কামনা ও সকল মুরদেগানদেরকে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো জান্নাতবাসী করেন এই কামনা করা হয়েছে।।