1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
২০ তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শেষ হলো - দৈনিক সংবাদের কাগজ
৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ| ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৬:১২|

২০ তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শেষ হলো

ফাতেমা আক্তার মাহমুদ ইভা স্টাফ রিপোর্ট ঢাকা:
  • Update Time : রবিবার, মার্চ ১০, ২০২৪,
  • 15 Time View

আমরা বাঙালি আমরা মুক্ত, সীমানা ছাড়িয়ে অন্তরে যুক্ত’-এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জে শেষ হলো ২০তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা

বৃহস্পতিবার (৭ই মার্চ) জেলা শহরের খরমপট্টিতে অবস্থিত সমবায় কমিউনিটি সেন্টারে এ উৎসব শুরু হলেও এর সমাপ্তি ঘটলো আজ (০৯ই মার্চ) শনিবার

কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আয়োজনে ও সাহিত্য সংস্কৃতি সংগঠন ‘জেগে উঠো নরসুন্দা’র সহযোগিতায় এ উৎসব শুরু হয়েছে। এদিন সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত দেশি-বিদেশি অতিথিরা অংশ নেন।

শোভাযাত্রাটি সমবায় কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে ছড়া উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক আখতার হুসেন।

কিশোরগঞ্জ ছড়া উৎসব ও পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও কবি আবুল এহসান অপুর সঞ্চালনায় আলোচনাসভায় উপস্থিত ছিলেন ভারতের শিশু সাহিত্যিক স্বপন কুমার রায়, ভুটানের কবি ছত্রাপাতি ফুয়েল, নেপালের কবি রাজেন্দ্র গোরাগাই, ছড়া উৎসব পরিচালনা পর্ষদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কবি ফাতেমা হক, দুবাইয়ের কবি সপ্তদ্বীপা অধিকারী, ভুটানের কবি ড. ভগবত ভান্ডারী প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভারতের কবি যতীন্দ্রনাথ বসাক, কবি মিনু রানী মিত্র, সাহিত্য সমালোচক প্রফেসর ড. তুলসি প্রসাদ শর্মা, নিশীথ বরণ সিংহ রায়, অর্পিতা দাস, নৌমিতা দেব, তারাশঙ্কর চক্রবর্তী, নেপালের রিসব দেব ঘিমিরে, যুবরাজ নায়াঘরে, মিন প্রসাদ শ্রেষ্ঠ, হরিবোল ঢকাল, অজয় খাগরা, রমেশ মান মনিকরসহ দেশের বিভিন্ন জেলার কবি ও ছড়াকার। 

ভারত থেকে আসা অর্পিতা দাস বলেন, ‘এ বছর প্রথমবারের মতো ছড়া উৎসবে এসেছি। এই উৎসবে আসতে পেরে এবং তাদের আপ্যায়নে আমি অভিভূত। আশা করি, আগামী বছরও আসব। ভারত-বাংলাদেশের যে সম্পর্ক দৃঢ় আছে আমরা চাই তা আরও সুদীর্ঘ হোক।’

বাংলদেশ থেকে এসেছেন সব্যসাচি ফারুক প্রধান,কবি বাপ্পি সাহা, ইমরান পরশ,সিরুল আহম্মেদ,গোবিন্দ লাল সরকার,টিটু বাহার, ইকবাল হোসেন সহ প্রমুখ।
উৎসবে নারায়ণগঞ্জ থেকে আগত কবি বাপ্পি সাহা
বলেন,২০ তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রবাতী মেলা কবি সাহিত্যিক শিশুসাহিত্যকদের ও ছড়াকারদের এক মিলন মেলা,প্রতিবছর এই দিনটির অপেক্ষায় থাকি আমরা,যেখানে সাহিত্যের মেলবন্ধন তৈরি হয়।

ছড়া উৎসবের সভাপতি আহমেদ উল্লা বলেন, ‘দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবি, ছড়াকারদের মিলনমেলায় পরিণত হয়েছে ছড়া উৎসব। বাংলাদেশ,ভারত, ভুটান, নেপাল, দুবাই থেকে এ বছর অতিথিরা এসেছেন। পুলিশ প্রশাসনের অনুমতিক্রমে ছড়া উৎসব পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাদের নিরাপত্তা ও সুবিধা দেওয়া হয়।’ 

আজ আলোচনা ছড়া পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST