২০২৬ ইংরেজি নববর্ষ উপলক্ষে সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শুভেচ্ছা প্রকাশ করেন।
খন্দকার আব্দুল আলীম বলেন, নতুন বছর যেন মানুষের জীবনে আশার আলো জ্বালিয়ে দেয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটায়। অতীতের সকল হতাশা ও সীমাবদ্ধতা কাটিয়ে উঠে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাক ২০২৬ সাল—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা আগামীতেও গ্রামীণ জনপদের টেকসই উন্নয়ন, মানবিক সহায়তা ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাবে।
শেষে তিনি নতুন বছরে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
খন্দকার আব্দুল আলীম সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন। তিনি আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। প্রেসক্লাব নালিতাবাড়ীর প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ছিলেন তিনি।