২০২৬ ইংরেজি নববর্ষ উপলক্ষে সৌদি আরব প্রবাসী মাসুম বিল্লাহ দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে এই শুভেচ্ছা বার্তা জানান তিনি।
মাসুম বিল্লাহ বলেন, পুরোনো বছরের সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। নতুন বছরে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা আরও সুদৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের সুখ-দুঃখের সঙ্গে সবসময় সম্পৃক্ত আছি। নতুন বছরে প্রবাসী ও দেশের মানুষের জীবন আরও সুন্দর ও নিরাপদ হোক—এই কামনা করি।
সবশেষে তিনি সকলের জন্য শান্তিপূর্ণ, সফল ও কল্যাণময় নতুন বছরের প্রার্থনা জানান।
মাসুম বিল্লাহ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার কৃতি সন্তান। বর্তমানে তিনি সৌদি আরবে কর্মরত আছেন। মাসুম বিল্লাহ দেশের অনেককেই প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন।