নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মোস্তাক ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল বুধবার এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন তিনি।
মুস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, পুরোনো বছরের সব দুঃখ, গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। নতুন বছরের প্রতিটি দিন যেন কৃষক ও সাধারণ মানুষের জীবনে আশার আলো জ্বালায়—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের কৃষি উন্নয়নে কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে মুস্তাফিজুর রহমান মোস্তাক নতুন বছরে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন এবং নালিতাবাড়ী উপজেলার সকল কৃষক, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।