শেরপুরের নকলায় অর্ধ শতাধিক লোকসহ এক ইউপি চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
ওই ইউপি চেয়ারম্যান হচ্ছেন নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক ফারুক।
তিনি অর্ধশতাধিক লোকজন নিয়ে সোমবার (২৬ জানুয়ারী) সকালে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর বাসভবনে গিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।
এ সময় উপস্থিত যোগদাকারীগণ বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, নকলার মানুষ পরিবর্তন চায়। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
বিএনপিতে যোগদানকারী নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ফারুক প্রতিনিধিকে জানান, আমার বাবা মরহুম মোফাজ্জাল হোসেন সরকার বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তবে আমি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনিছুর রহমান সোজাকে হারিয়ে আমি নির্বাচিত হই। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমি আমার ঘনিষ্ঠ জনদের সাথে নিয়ে বিএনপিতে যোগদান করলাম।