ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বৃহস্পতিবার (১জানুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযানে ৩৪ বোতল ভারতীয় মদ, ৩২ প্যাকেট আতশবাজি, ৫টি ভারতীয় গরু, ৩৫০ পিস পন্ডস ফেসওয়াশ, ১ হাজার ৫০০ পিস ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম, ২১ হাজার ২০০ পিস জিলেট ব্লেড, ২৩ পিস কম্বল এবং ৩০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে আন্তর্জাতিক সীমানা রক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।