শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশন’। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা মুক্তমঞ্চের সামনে ৪০ জন অসহায়ের মাঝে কম্বল তুলে দেয় সংগঠনটি।
স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাকিব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
এসময় পৌর সভার স্টাফ মাইনুল হাসান, স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য কামরুল হাসান, কাওসার আহমেদ, মেহেদী হাসান হৃদয়, শাহিন আহমেদ, স্বেচ্ছাসেবী রুহুল সিদ্দিকী রুমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল উপহার পেয়ে সংগঠনটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।