সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে এক মঞ্চেই শেরপুর-২ আসনের সকল প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ২৬ জানুয়ারি সোমবার উপজেলার তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে এতে শেরপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ ও এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা তাদের ইশতেহার পাঠ করেন।
এসময় আগামীর নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে প্রার্থীগণ তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েমের সঞ্চালনায় ইশতেহার পাঠ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান, বিজিবির হাতিপাগার কোম্পানী কমান্ডার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা নির্বাচনী আচরণবিধিসমূহ তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সকল প্রার্থীদের দলীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থক এবং সাধারন ভোটাররা উপস্থিত ছিলেন।