বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি ব্যাচের সকলের প্রিয় সিকান্দার আলীর মৃত্যুতে বন্ধু মহলসহ গ্রামবাসীর শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার ২১ জানুয়ারি বেলা ১১ টার দিকে নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
সেকেন্দার আলী মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করতেন । ১২ জানুয়ারি হঠাৎ করে অসুস্থ হলে।
মালয়েশিয়ার এক হসপিটালে ভর্তি হন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯ টার সময় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ২ নং ঘিবা গ্রামের মৃত্য আমিন উদ্দিনের এর ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ভাই ও বোনসহ আত্মীয় অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
তিনার পরিবার থেকে জানাই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন।